আমরা মনেপ্রাণে বিশ্বাস করি সম্মানীত রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রী, এমপি কোনো পক্ষপাত বা প্রভাব বিস্তার করতে পারবেন না। ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন তারা। এটা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুত হয় তাহলে তাদের সম্মান ক্ষুন্ণ হবে। প্রয়োজনে সরকার ও স্পিকারকে অবহিত করা হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সজাগ এবং সচেতন।
মঙ্গলবার আসন্ন ৬ উপজেলা নির্বাচন নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে কোনো রাজনৈতিক দল চাইলে দলীয় প্রতীকে ভোট করতে বাধা নেই। এবার প্রার্থী সংখ্যা বেশি হবে, নির্বাচনে সহিংসতা হবে না বলে সংশ্লিষ্টরা আশ্বস্ত করেছেন।