চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে শনিবার বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে নূর ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। তার পাসপোর্ট নং-অ-০১১৩১৭২৭।
ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, নূর ইসলাম অসুস্থ ছিলেন। চিকিৎসা ভিসায় ভারতে যাচ্ছিলেন। ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কাউন্টার না থাকায় তাদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এর আগেও অনেক রোগী মারা গেছেন। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে।