জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসুফি খাজা ফরিদপুরী (র.) ছাহেবের ওফাত স্মরণে দুই দিনব্যাপী বিশ্ব ইসলামি সম্মেলন ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি জাকের মঞ্জিলে শেষ হয়েছে। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইসলামি সম্মেলন শেষ হয়।
বাইশরশি স্পিনিং মিল মাঠে দুই দিনের এ ইসলামি সম্মেলনে শান্তিকামী মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশাল এলাকাজুড়ে আলাদা আলাদা প্যান্ডেল নির্মাণ করা হয়।
সম্মেলনে ইবাদত বন্দেগি, আহার, বিশ্রাম, ওয়াজ, নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে সিসিটিভি, ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণসহ পুরো আয়োজনে ব্যাপক প্রস্তুতি ছিল। ৫৮টি ডিপার্টমেন্ট বিশ্ব ইসলামি সম্মেলনের সফল আয়োজনে কাজ করেছে। এছাড়া সারা দেশে জাকের পার্টি, ২৪টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।
এ বিষয়ে জাকের পার্টির মিডিয়া কর্মকর্তা শামীম হায়দার বলেন, শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনের ইসলামি সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শুরুর দিনে মুরিদ ও ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।