গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে স্বর্বস্ব লুটের অভিযোগে বৃহস্পতিবার রাতে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে শাকিল মিয়া, গোপালগঞ্জ সদরের বোড়াশি পশ্চিমপাড়া এলাকার মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার, বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া।
শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, কয়েক মাস আগে বাগেরহাটের যুবক পিকিং বর্মণের সঙ্গে মাবিয়ার পরিচয় হয়। বুধবার পিকিং বর্মণকে দেখা করার জন্য গোপালগঞ্জে আসতে বলেন মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে আসলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় প্রতারকচক্রের সদস্যরা। পরে পিকিং বর্মণ থানায় অভিযোগ করলে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।