খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদীকে স্বাধীনতার বিপক্ষের মানুষ বলে আখ্যায়িত করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন বাদশা। নির্বাচনে বিজয়ী ঘোষণার পরপরই তার প্রত্যক্ষ নির্দেশে আসনটির বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন, রক্তাক্ত জখম এবং সম্পদ ও ব্যবসা লুট ও দখল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
খুলনা প্রেস ক্লাবে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রূপসা উপজেলা চেয়ারম্যান এবং রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন বাদশা।
তিনি আরও বলেন, সংসদ সদস্য সালাম মুর্শেদী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের গালিগালাজ দিচ্ছেন। মূলত তার অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে তিনি স্বাধীনতার বিপক্ষের একজন মানুষ। বর্তমানে সংসদ সদস্য সালাম মুর্শেদী এলাকায় যা যা করছেন এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর এবং হস্তক্ষেপ কামনা করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করা হয়েছেও বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মজনু শিকদার, সন্তোষ, শহীদ জোমার্দার, শেখ আবুল হোসেন, সাত্তার মোল্লা প্রমুখ।